বাংলাদেশকে জ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে (রূপকল্প-২০৪১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর টেকসই উন্নয়নের মাধ্যমে আইসিটি অবকাঠামো উন্নয়ন, ই-গভর্নমেন্স প্রতিষ্ঠায় সহায়তা, আইসিটি শিল্পের উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তররের বরগুনা জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণ জেলা ও উপজেলার সকল সরকারি দপ্তরসহ সর্বস্তরের জনগণকে বিভিন্ন ধরণের তথ্য ও প্রযু্ক্তি নির্ভর সেবা, পরামর্শ ও কারিগরি সহয়তা প্রদান করে যাচ্ছে। আইসিটি সম্প্রসারণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯, ২০২০, ২০২১; অনলাইন ডিজিটাল মেলা ২০২০; শেখ রাসেল দিবস ২০২১ আয়োজন করা হয়েছে। “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের ১ম পর্যায়ের আওতায় বরগুনা জেলায় ০১টি ভাষা শিক্ষা ল্যাবসহ ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং ০১ টি প্রাথমিক বিদ্যালয়ে ০১ টি শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে। প্রকল্পের ২য় পর্যায়ে ৪১ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ২ টি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ পরিস্থিতিতে ৫০ লক্ষ পরিবার কে নগদ ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা নগদ সহয়তা প্রদানের লক্ষ্যে Central Aid Management System (CAMS) সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রিল্যান্সারদের আউটসোর্সিং প্রশিক্ষণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের ৩৫০ জন কর্মকর্তা/কর্মচারীদের ই-নথি ও ডি-নথি প্রশিক্ষণ এবং মুজিববর্ষ উপলক্ষ্যে ১৮০ জন শিশু ও কিশোরদের প্রোগ্রামিং ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট “সুরক্ষা”-তে এ পর্যন্ত প্রায় 500 জন সেবাপ্রার্থীর তথ্য সংশোধন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস